বাউফলে ৬৯ মন্ডবে শারদীয় দুর্গাপূজা

বাউফলে ৬৯ মন্ডবে শারদীয় দুর্গাপূজা


দূর্জয় দাস, বিশেষ প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ । সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল এই  মর্ত্যলোকে। এরই ধারাহিকতায় হিন্দুধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করে। আজ শুভ মহালয় । দেবীদূর্গার বোধনের মধ্য দিয়ে আগামী শনিবার (১ অক্টোবর) থেকে শারদীয় দূর্গোৎসব শুরু হয়ে বুধবার (৫ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘঠবে। এ উপলক্ষে বাউফল  উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা সহ পুজোর সাথে নিয়োজিত সকলে। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের সব বয়সী নারী-পুরুষ শারদীয় দূর্গাপূজাকে স্বার্থক করতে প্রহর গুনছে। সব মিলিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি প্রতিটি পূজামন্ডপে। পূজার সময় যতই ঘনিয়ে আসছে প্রতিমা তৈরির কাজও ততই দ্রæত গতিতে করছেন শিল্পীরা ও আলোকসজ্জার দ্বায়িত্ব নিয়োজিত কর্মীরা। বাউফল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক অতুল পাল বলেন, এবার প্রতিটি পূজা মন্ডব থাকবে সিসি ক্যামেরার আওতায় , এছাড়ও  প্রতিটি পূজা মন্ডবের কমিটিকে  বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়েছে । উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও চলছে শেষ মুহুত্বে প্রতিমায় রং তুলির আচড়। আবার কোথাও চলছে আলোকসজ্জার কাজ।